আশাশুনির বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিডির চাউল বিতরণ
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রত্যেক ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিডি কার্ডধারীদের উপস্থিতিতে চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন. এমপি রুহুল হক। প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে ও সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, প্রভাষক মাহবুবুল হক ডাবলু, আ’লীগ নেতা আবু সাইদ ঢালী, আলমগীর হোসেন আঙ্গুর, বিশ্বনাথ সরকার, উত্তম কুমার দাশ, গোলাম মোস্তফা, সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি বড়দল, খাজরা ও কাদাকাটি ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ করেন।