সাতক্ষীরা কিন্ডার গার্ডেনে জাতীয় শোক দিবস পালিত
সাতক্ষীরা কিন্ডার গার্ডেন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে প্লে গ্রুপ থেকে কেজি-২ পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়। স্কুলের হেড টিচার রফিকুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মাহবুবুজ্জামান, নাছিমা আক্তারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক মণ্ডলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় মোট ১২০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
Please follow and like us: