‘বয়ফ্রেন্ড’ থেকে ‘ভাই’, মন খারাপ ক্রিকেটার রাহুলের!
বলিউড তারকা নিধি আগারওয়াল। তিনি ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অনেক আগে থেকে। তবে এবার নাকি নিধি তার ‘বয়ফ্রেন্ড’ কে ‘ভাই’ বানিয়ে ছেড়েছেন। এরপর থেকে মনটাও ভীষণ খারাপ রাহুলের!
ঘটনা হলো, জাতীয় দলের জার্সিতে রাহুল মাঠে নামার আগে নিজের ইনস্টাগ্রামে ‘ইয়োর স্টোরি’-তে রাহুলের জন্য ‘বেস্ট অব লাক ব্রো’ লিখে দেন নিধি। ব্যাস! এতে মন খারাপ হয়ে যায় তার! যার ফলে, ইংল্যান্ড সফরে সিরিজের শুরুর দুই টেস্টের চার ইনিংসে লোকেশ রাহুলের সংগ্রহে ছিল ৩৫ রান।
ভারতের এক সংবাদমাধ্যমে রাহুলের সঙ্গে তার প্রেমের শুরু বলতে গিয়ে বলিউড তারকা নিধি আগারওয়াল বলেন, ছোটবেলা থেকে আমরা পরস্পরের পরিচিত। আমি অভিনেত্রী কিংবা রাহুল প্রতিষ্ঠিত ক্রিকেটার হওয়ার বহু আগে থেকেই আমরা একে অপরকে চিনি। যদিও আমরা একই কলেজে পড়িনি। তারপরে আমাদের সম্পর্ক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সাহায্যে।
এরপর থেকে বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা শপিংমলে চুটিয়ে ডেটিং করতে দেখা গেছে এই জুটিকে। কিন্তু হঠাৎ কেন এমন ‘ইউটার্ন’ করে বসলেন নিধি? তার কোন উত্তর মেলেনি এখনো।
ভারতীয় এ শীর্ষ তারকার ব্যাটে এমন রানের খরা দেখে কারণটা খুঁজে বের করেছেন ভক্ত-সমর্থকরা।