বঙ্গবন্ধুকে নিয়ে এফডিসিতে যে আয়োজন
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী আজ। ১৯৭৫ সালের শোকাবহ এই কালোদিবসে কিছুসংখ্যক বিপদগামী মানুষ ধানমন্ডির বাসভবনে ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।
ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে ক্ষান্ত হয়নি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল ছাড়াও আরো অনেকে।
তারপর থেকেই প্রতি বছর এ দিনটিকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে দিনটিকে কেন্দ্র করে এফডিসিতে সকাল ১১টার দিকে ভিআইপি প্রজেকশন হলে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা এবং বঙ্গবন্ধুর আত্মজীবনীর ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া গতকাল রাতে ডেইলি বাংলাদেশের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।
কথা প্রসঙ্গে তিনি আরো জানান, শোক দিবস উপলক্ষে সকাল সাড়ে দশটায় এফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন ও চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীরা।
শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও ভারতীয় উপমহাদেশের একজন অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন।