ফুটবল ইতিহাসে বিচিত্র গোল…
ফুটবলের ইতিহাসে কি সব থেকে বিচিত্র গোলটি করলেন লরেন হাম্প? মেয়েদের অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের গ্রুপ ‘বি’র ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। হ্যাটট্রিক করেছেন লরেন হাম্প। দ্বিতীয় গোলটি করার সময় লরেন মেক্সিকোর গোলকিপার এমিলি আলভারাদোর সামনে পড়েন।
গোলের মুখ ছোট করার জন্য লরেনের দিকে এগিয়ে আসেন এমিলি। তার ট্যাকলে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যান লরেন। কিন্তু ঠিকভাবে বল গ্রিপ করতে পারেননি এমিলি। বল তার হাত ফসকে লরেনের শরীরের নিচ দিয়ে গলে যায়। বল এমিলির পিঠে লেগে প্রবেশ করে মেক্সিকোর গোলে!?
যদিও এমিলি যেভাবে লরেনকে ট্যাকল করেছিলেন, তাতে পেনাল্টি পাওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকেই। তবে যেহেতু বল সরাসরি গোলেই ঢুকে যায়, তাই পেনাল্টির প্রশ্ন আসেনি। ভাইরাল হয়ে যায় লরেনের গোলের ছবি। তিনি নিজে অবশ্য বলেছেন, ‘কীভাবে গোল হল, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমার হ্যাটট্রিকটাও গুরুত্বপূর্ণ নয়। দল জিতেছে, আমি এতেই খুশি।’