দেবহাটায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, মুক্তিযুদ্ধের স্থপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনে দেবহাটায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শোক র‌্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে শোক দিবসের কার্যক্রম শুরু করা হয়। উপজেলা মুক্তমঞ্চ চত্তরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্য মন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলহাজ¦ আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ^াস, যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, মুক্তিযোদ্ধাকালীন মুজিব বাহিনীর কমান্ডার আশরাফ আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাণি সম্পাদক অফিসার ডাঃ বিষ্ণপদ বিশ^াস, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরুপ কুমার, যুবউন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। শেষে যুবঋণের চেক বিতরণ, সমাজসেবার পক্ষ থেকে হুইল চেয়ার, প্রতিবদ্ধীদের বিভিন্ন উপকরণ, মেধাবী ও দারিদ্র ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি এবং রচনা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

দেবহাটা প্রেসক্লাব: দেবহাটা প্রেসক্লাবে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বুধবার বেলা ১২টায় প্রেসক্লাব মিলনায়তেন সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি রাশিদুল আলম রাশিদ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাসুদ, নির্বাহী আবু হুরাইয়া, মীর খায়রুল আলম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সদস্য এসএম নাসির উদ্দীন, আজিজুল হক আরিফ, আব্দুর রব লিটু, কবির হোসেন, এমএ মামুন, আরাফাত হোসেন লিটন সহ সহযোগী সদস্যরা।

কুলিয়া ইউনিয়ন: কুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের নের্তৃত্বে বর্ণাঢ্য শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি। বক্তব্য রাখেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল মোমিন, ইউপি সদস্য আসাদুল ইসলাম, রওনাকুল ইসলাম রিপন, অচিন্ত কুমার, প্রেম কুমার প্রমুখ। এছাড়া কুলিয়া ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক বিধান বর্মণের নেতৃত্বে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আজাহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোজাফ্ফর হোসেন খোকন প্রমুখ।

পারুলিয়া ইউনিয়ন: পারুলিয়াস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে র‌্যালি ও দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শোক দিবস পালিত। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা অনুষ্ঠানে সমাবেত হয়। এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষসহ সর্বস্থরের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। এদিকে পারুলিয়ায় শহীদ আবু রায়হান এর মাজার সংলগ্নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস আবারার নেতৃত্বে দোয়া মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, প্রচার সম্পাদক নারান চন্দ্র, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, আলহাজ¦ রফিকুল ইসলাম, সদস্য ওহিদুল ইসলাম, উপজেলা তাঁতিলীগের সভাপতি সাইফুজ্জামান প্রিন্স, সাবেক উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, আওয়ামীলীগ নেতা ফরহাদ হোসেন, রাজু আহম্মেদ প্রমুখ। এছাড়া পারুলিয়া ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন ব্লক সুপারভাইজার উপ-সহকারি কৃষি অফিসার আহম্মদ সাঈদ, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, সালাউদ্দিন সরাফি, গোলাম ফারুক হোসেন, সাহেব আলী, শহিদুল্লাহ গাজী, বানু আল কাদেরী, হামিদা পারভীন, নারগিছ পারভীন, হামিদা পারভীন, যুবলীগ নেতা শেখ তাজুল ইসলাম তাজু প্রমুখ।

সখিপুর ইউনিয়ন: উপজেলার সখিপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস পালিত হয়েছে। সখিপুর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসময় ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আকবর আলী, পরিতোষ বিশ্বাস, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, নির্মল কুমার, মোনাজাত আলী, আবুল হোসেন, হাফিজুল ইসলাম সহ গ্রাম পুলিশ বৃন্দ। সখিপুরের ঈদগাহ বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নানের নির্দেশনায় ৭ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হারুন-অর-রশিদ, বিজন কুমার ঘোষ, নওয়াব আলী, আরশাদ আলী, ইউপি সদস্য মোনাজাত আলী ও আবুল হোসেন, হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, মঈনউদ্দীনসহ সর্বস্থরের জন সাধারণ। অন্যদিকে, সখিপুরের ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামটা বটতলা মোড়ে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমাইল গাজী, বাবুর আলী, নবাব আলী গাজী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য গোলাম রসুল, ৗয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অরবিন্দ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আনারুল, সাংগঠনিক সম্পাদক রাশেদ গাজী, মুক্তিযোদ্ধা সন্তান শাহিন উল্লাহ, নুর ইসলাম পুটে, আরিবুল্লাহ গাজী, মনিরুজ্জামান। ৮নং ওয়ার্ডের পাকড়াতলা মোড়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এছাড়া সখিপুর মোড়ে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, মিজানুর রহমান সহ বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সখিপুর ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সখিপুর কাঁকড়া সমিতির সামনে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলামের উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমূখ।
নওয়াপাড়া ইউনিয়ন: উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাঙ্গালী জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গাজীরহাটস্থ নওয়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় হতে শোক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম ঘোষ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমান আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আবুল কাশেম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুজ্জামান সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশ্বনাথ ঘোষ, যুগ্ন-সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম ময়না, ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আনিসউজ্জামান বকুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান বর, সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, আনারুল ইসলাম, শ্রমিকলীগের মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের ছাব্বির হোসেন, আশরাফুল ইসলাম, যুবলীগনেতা আমিনুর রহমান বাবু প্রমূখ। নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের আয়োজনে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাছেদ আলীর সভাপতিত্বে সকাল ৭টায় ১ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসয় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, তাপস রায়, সাইফুল ইসলাম আবু, জাফর বাবুল, জহুরুল ইসলাম, বকুল, সেলিম হোসেন, আবু হাসান প্রমূখ।

সদর ইউনিয়ন: দেবহাটা সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন স্থানে শোক দিবস পালিত হয়েছে। দেবহাটা বাজারে, সদর ইউনিয়ন পরিষদেসহ বিভিন্ন স্থানে শোক র‌্যালী ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক, আব্দুর রউফ, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনিস সরদারসহ বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ। এছাড়া টাউনশ্রীপুরস্থ সদর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শোক দিবস পালিত হয়েছে। সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু বক্কার গাজী, অধ্যাপক ডাঃ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মিহির কুমার মন্ডল, ডাঃ নিমাই চন্দ্র মন্ডল, শরিফুল ইসলাম প্রমুখ। এদিকে উপজেলার রাসেল স্মৃতি সংসদ চত্বরে আওয়ামীলীগ নেতা আব্দুল রউফের নেতৃত্বে শোক দিবসে কুরআন খাতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম।
এবছর দেবহাটা উপজেলায় আওয়ামীলীগের আয়োজনে ২৯ টি স্থানে এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন, ওয়ার্ডের বিভিন্ন স্থানে নানা আয়োজনে শোক দিবস পালিত হয়েছে।

দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালিত
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসকে ঘিরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শোক র‌্যালী, আলোচনাসভা, চিত্রাঙ্কন, ভিডিও প্রদর্শন, উপস্থিত বক্তব্য, বঙ্গবন্ধুর জীবন আর্দশ নিয়ে রচনা, কুইজ প্রতিযোগীতা ও দোয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খানবাহাদুর আহছান উল্লা সরকারি কলেজ: উপজেলার ঐতিহ্যবাহী খানবাহাদুর আহ্ছানউল্লা সরকারি কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রভাষক আবু তালেবের সঞ্চলনায় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আলহাজ্জ আব্দুল মজিদ, শিক্ষকদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন কামিদুল হোসেন, শেখ মিজানুর রহমান, স্বপন মন্ডল, আকবর আলী, আজহারুল ইসলাম, আব্দুল আজিজ, আলহাজ্জ মনিরুল ইসলাম, নৃপেন্দ্র নাথ সরকার, মইনুদ্দিন খান, আকরাম হোসেন, আলহাজ্জ মাসুদ করিম, রনঞ্জন কুমার মন্ডল, আব্দুর রহমান, ফেরদৌসি পপি, রাবেয়া খাতুন, দৌলতুননেছা পারুল, রিতা রানী, ছাত্র-ছাত্রীদের মধ্যে রাকিব হোসেন, আয়শা খাতুন। এসময় সকল বিভিাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
হাজী কেয়ামউদ্দীনউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ: উপজেলার সখিপুরস্থ হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ৬টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সালামতুল্লাহ গাজী, আব্দুল মাজেদ, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, শেখ বাবুর আলী, আবু জাফর। এরসময় সকল কর্মসূচীর তত্ত্বাবধান ও নির্দেশনা প্রদান করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম ও উপাধাক্ষ্য আব্দুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচীর আহবায়ক জাহাঙ্গীর কবির সহ সকল শিক্ষক, কর্মচারী, একাদশ, দ্বাদশ ও ¯œাতক বর্ষের ৪৫০জন শিক্ষর্থী। এছাড়া বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের পুরস্কার বিতরণ ও একজন দরিদ্র-মেধাবী ছাত্রীকে বাই সাইকেল প্রদান করা হয়।
চিনেডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়: সখিপুর ইউনিয়নের চিনেডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোনাজাত আলী, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল গফ্ফার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক পরিতোষ কুমার, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, অসীত বরণ রায় প্রমূখ।

সখিপুর হাই স্কুল: দেবহাটায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন ও অন্যান্য সদস্য উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইয়াকুব আলী, আলমগীর কবির, নির্মল কুমার গাইন, শাহিনা আখতার, রেকসোনা তরফদার, মনিকা রানী বসু প্রমুখ।

উদায় প্রি-ক্যাডেট স্কুল: দেবহাটায় ধোপাডাঙ্গাস্থ উদায়ন প্রিক্যাডেট স্কুলে শোক দিবস পালিত হয়েছে। স্কুলের সার্বিক ব্যবস্থাপনায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আবু হাসান, প্রধান শিক্ষক ইশারাত আলী, শিক্ষক মামুন আহম্মেদ, লাবনী বিশ্বাস, সনিয়া আক্তার, সঞ্জয় সরকার, রাজা, ফতেমা খাতুন, টুকটুকি, ফরিদা খাতুন, প্রিয়াংকা, সাহানারা খাতুন প্রমূখ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)