তালায় যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালন
সাতক্ষীরার তালায় যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বুধবার সকাল দশ টায় তালা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন (তালা -কলারোয়া – ১) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ , বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার ভূমি বাবু অনিমেশ কুমার,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক মহিবুল্লাহ, জাসদ কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, উপজেলা ছাএলীগের সভাপতি শেখ সাদীসহ প্রমুখ।
শোক দিবসের আলোচনা সভার আয়োজক কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান ও সমগ্র অনুষ্টান পরিচালনা করেন জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।