জাতীয় শোক দিবসে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আলোচনা সভা
নিউইয়র্কে জাতীয় শোক দিবসে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে মঙ্গলবার রাতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কম্যুনিটি লিডার রানা ফেরদৌস চৌধুরী এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি হাজী আব্দুল কাদের মিয়া।
পঁচাত্তরের ১৫ আগস্ট রাতে নৃশংসতার শিকার বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ ২২ জনের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের আগে মাওলানা সুলতান মাহমুদের নেতৃত্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনন একটি প্ল্যাটফর্ম যেখানে মুক্তিযুদ্ধের চেতনা তথা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারিরা একত্রিত হতে পারবেন অনায়াসে। যারা দলগত কোন অবস্থানে যেতে আগ্রহী নন, তাদের জন্যে এটি বড় একটি অবলম্বন হতে পারবে।