ইতালির জেনোয়াতে ব্রিজ ধসে নিহত ৩৫
ইতালির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী জেনোয়ায় একটি ব্রিজ ধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।
মঙ্গলবার মহাসড়কের ওপর থাকা সেতুটি একাংশ ধসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির সংবাদ সংস্থা আদিনক্রোনো স্থানীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জানিয়েছে, এই দুর্ঘটনায় অনেকে হতাহতের ঘটনা ঘটেছে। তবে উদ্ধার তৎপরতা শেষ হওয়ার আগ পর্যন্ত নিহতের সংখ্যা পুরোপুরিভাবে নিশ্চিত করা যাচ্ছে না।
এ দুর্ঘটনাকে ভয়াবহ ট্রাজেডি হিসেবে আখ্যায়িত করেছেন ইতালির সড়ক মন্ত্রী দ্যানিলো টনিনেল্লি। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি সেখানকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
একজন দমকলকর্মী জানান, দুর্ঘটনার সময় অন্তত ২০টি গাড়ি ছিল সেতুতে। তবে ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি।
১৯৬০ সালে নির্মিত সেতুটি মোরান্দি ব্রিজ নামে পরিচিত। সর্বশেষ ২০১৬ সালে এটি মেরামত করা হয়। সোমবার সেতুটি ভেঙে পড়ার সময় এর ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে।
সূত্র: বিবিস