অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নিতে হবে সাকিবকে…
এশিয়া কাপের আগে না পরে, সাকিব আল হাসানের বাঁ-হাতের কনিষ্ঠ আঙুলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে চলছিল টানাপোড়েন। শেষ পর্যন্ত তার ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, সাকিব যখন ভালো মনে করেন, তখনই হবে অস্ত্রোপচার। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর থেকে ফিরে সাকিব গত রোববার পবিত্র হজ পালন করতে গেছেন। যাওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে তার। নাজমুল হাসান নিজেও হজ করতে যাচ্ছেন আজ।
মঙ্গলবার মিরপুরে সংবাদ-মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি জানা-লেন, বোর্ডের চাওয়া এশিয়া কাপের পরই হোক অস্ত্রোপচার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সাকিব। ‘যদি হাতে ব্যথা থাকে, তাহলে তো খেলতেই পারবে না। কিন্তু যদি পরে অস্ত্রোপচার করার সুযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই চাইব যে জিম্বাবুয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সময় করলে ভালো হয় দলের জন্য। পুরোটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও সাকিবের ওপর।’
তিনি যোগ করেন, ‘সাকিব যাওয়ার আগে আমাকে ফোন করেছিল, জিজ্ঞেস করেছিল, কী করবে। আমি ওকে বলেছি, তোমার যদি হাতে ব্যথা থাকে আর যদি মনে করো এভাবে খেললে সমস্যা হবে, তাহলে অপারেশন করে ফেল। ঠিক একথাই বলেছি তাকে। এটাও বলেছি, তুমি যদি মনে করো এশিয়া কাপে খেলা সম্ভব, তাহলে এশিয়া কাপের পরে করো, দলের জন্য ভালো হবে। সিদ্ধান্ত তোমার।’