রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশ
সাতক্ষীরায় মা সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলমগীর কবীর’র সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নের্তৃত্বে দেশ আজ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। জ¦লে স্থলে ও মহাকাশে এখন বাংলাদেশ। মানবতার মা দেশে নারীদের কথা একটু আলাদা ভাবেই ভাবেন বলেই নারীদের প্রাধ্যন্য সর্বক্ষেত্রে দিয়েছেন। একটি শিক্ষিত জাতি গড়তে পারে একজন মা। এজন্য জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ভাবে পিতার নামের পাশে মায়ের নাম অর্ন্তভূক্ত করে দিয়েছেন। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের দায়িত্ববান হতে হবে।’
মা সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, প্রকৌশলী আলিমুজ্জামান খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পল্টু বাসার।