বন্যাও তাদের হার মানাতে পারেনি…
বিয়ে! দুটি আত্মার পবিত্র বন্ধন। যাতে মিশে আছে হৃদয়ভরা আবেগ আর আজীবনের লালিত এক স্বপ্ন বাস্তবায়নের অন্তিম মুহূর্ত। সব বাধা-বিপত্তিই যেখানে হার মানতে বাধ্য। তবে এই কল্পকথার বাস্তবতায় আরো একটু রসদ জুগিয়েছে ফিলিপাইনের এক বিয়ের গল্প।
বিয়ের দিনে যেন বিদ্রোহ করলো প্রকৃতি। যে গির্জায় বিয়ে হওয়ার কথা, সেটা বন্যায় তলিয়ে গেছে। তাই বলে কি থেমে থাকবে বিয়ে? মোটেই না। বিয়ের তারিখ পেছাতে রাজি নন বর-কনে। তাই বন্যার পানিতে পা ভিজিয়েই সবাই হাজির হলেন গির্জায়।
ঘটনাস্থল ফিলিপাইনের রাজধানী ম্যানিলার পাশেই বুলাকান প্রদেশের সেন্ট রোজারিও চার্চ। ২৪ বছর বয়সী জোবেল দেলোস আঙ্গেলেসের বিয়ের তারিখ নির্ধারণ হয়েছিল অনেক আগেই। কিন্তু এর মধ্যেই এলো প্রবল বৃষ্টি। ডুবে গেল রাস্তা, এমনকি গির্জাও।
কিন্তু বর-কনের আর তর সইছিল না। দুজন মিলেই সিদ্ধান্ত নিলেন, প্রতিকূল আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে নির্ধারিত সময়েই বিয়ে করবেন তারা।
ফলে বিয়ের দিন স্যুটের সঙ্গে পায়ে স্যান্ডেল পরে গির্জায় হাজির বর। কনেও শখের সাদা গাউন পরেই এলেন। পানির মধ্য দিয়ে আসতে গিয়ে ভিজলো তার গাউন। কিন্তু পরস্পরকে পাওয়ার আনন্দে সেদিকে ভ্রুক্ষেপ ছিল না কারোরই।
সমস্ত রাস্তা ডুবে গেছে, ফলে গাড়ির বদলে অতিথিরা এলেন নৌকায় চড়ে। বিয়ের উপযুক্ত পোশাকে এলেও কারো পায়েই ছিল না জুতো।
কনে জানিয়েছেন, ভালোবাসার মানুষকেই তিনি বিয়ে করছেন, ফলে এ বন্যার পানিও তার কাছে ‘রেড কার্পেটের’ সমতুল্য।
ফেসবুকে আপলোড করা বিয়ের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। পিলিপিন স্টার নামের অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিও এরই মধ্যে দেখেছেন ১৩ লাখ মানুষ, শেয়ার হয়েছে ১৪ হাজার বার।