দরগাহপুরে ভিজিএফ’র চাউল বিতরণ
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়র পরিষদে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম শুরু হয়।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সরকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাউল বিতরণের জন্য চাউল বরাদ্দ দিয়েছে। দরগাহপুর ইউনিয়নে ৩ হাজার ৮০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি। এ পর্যন্ত ৫টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বিতরণকালে ট্যাগ অফিসার পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফিরোজ আহমেদ, ইউপি সচিব খায়রুল ইসলাম, সকল ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: