ট্রাকের চাকায় জীবন চলে গেল বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রী তিথির
সাতক্ষীরার আশাশুনির বদরতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ সময় উত্তেজিত স্কুল ছাত্র-ছাত্রীরা ঘাতক ট্রাকসহ তার ড্রাইভার ও হেলপারকে আটক করে বেদম মারপিট করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে পরুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত স্কুল ছাত্রীর নাম তিথি স্বর্ণকার (১৩)। সে উপজেলার কাটাখালী গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে ও বদরতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
আটক ট্রাক ড্রাইভার নুর আমিন (৩২)ও হেলপার মুন্না হোসেন(১৮) কে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, সকালে তিথি প্রাইভেট পড়ার জন্য বাইসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে তার স্কুলে যাওয়ার সময় পথিমধ্যে পারুলিয়া-আশাশুনি সড়কের বদরতলা নামক স্থানে পৌঁছালে সিমেন্ট ভর্তি একটি ঘাতক ট্রাক তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয় । এ সময় সাইকেল আরোহী তিথি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উত্তেজিত ছাত্র-ছাত্রীরা এ সময় ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করে বেদম মারপিট করে আশাশুনি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ট্রাক ড্রাইভার ও হেলপারকে পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।