খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজটি সরকারি হওয়ায় নলতা শরীফে মাজার জেয়ারত
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত ১২ আগস্ট সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাধীন সখিপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও পীরে কামেলের নামে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ‘খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ’টি সরকারি করণ হওয়ায় ১৪ আগস্ট বেলা ১২ টায় অত্র কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম ও উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদের নেতৃত্বে শিক্ষকবৃন্দ নলতা শরীফে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর মাজার জেয়ারত ও দরবার শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ্ব মৌঃ আনছার উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মজিদ ও মিশন কর্মকর্তাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। তারপর সকল শিক্ষকবৃন্দ নলতা শরীফে স্থানীয় সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক’র সাথে কুশল বিনিময় করেন। পাশাপাশি ১৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টায় সংসদ সদস্যের নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী তথা বিভিন্ন ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্র কলেজ থেকে একটি আনন্দ র্যালি বের করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।