কুশখালীতে শিশু সুরক্ষা কমিটির মাসিক সভায় খেলাধুলার উপকরণ বিতরণ
সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. মনজুরা খানম (ইতি)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী ইউপি সচিব মো. কবিরুল আলম, কমিটির সদস্য ও ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল কুদ্দুস, সাবেক এসআই আব্দুল বারী, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ফিরোজা খাতুন, শিশু প্রতিনিধি রাহিদুজ্জামান ও মিতালী, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।
আলোচনা সভা শেষে কুশখালী সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে ক্রিকেট ব্যাট, বল সহ বিভিন্ন খেলাধুলার উপকরণ ৩টি সোস্যালাইজেশন সেন্টারের শিশুদের মাঝে বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।