কলারোয়ায় সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ’র কমিটি গঠন
কলারোয়া সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদ’ এর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ পালের আহ্বানে নতুন কমিটি গঠনকল্পে শনিবার উত্তর মুরারীকাটি পালপাড়া দূর্গা মন্দিরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুরারীকাটি মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক নরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে সনাতন ধর্ম স্বেচ্ছাসেবক পরিষদের প্রতিষ্ঠাতা ও জয় মহাপ্রভু সেবক সংঘের উপজেলা সাধারণ সম্পাদক অসিত ঘোষের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা কলারোয়া পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি চন্ডিচরণ পাল। অনুষ্ঠানে বিগত কমিটির সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ পাল সংগঠনের বিগত কর্মকান্ড ও বর্তমান অবস্থা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। এসময় সংগঠনের গতিশীলতা আনায়নে নতুন কমিটি গঠনে মতামত ব্যক্ত করেন জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট চন্দ্র পাল, ষষ্টিচরণ পাল, লক্ষন চন্দ্র বিশ্বাস, শংকর ঘোষ, জীবন ঘোষ, শ্রীকান্ত পাল, ময়না পাল, বিধান রায়, অসীম সাধু, দীপংকর পাল, শম্ভু পাল প্রমুখ।
আলোচনা শেষে নরেন্দ্রনাথ ঘোষ সভাপতি, শংকর ঘোষ সহ.সভাপতি, অমিত ঘোষকে যুগ্ম সম্পাদক ও উদয় মন্ডলকে কোষাধ্যক্ষ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এরপর নবগঠিত কমিটির সভাপতি নরেন্দ্রনাথ ঘোষকে উপদেষ্টা মন্ডলীর সদস্যদের সাথে বসে ৩ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়।
পূর্বের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পালাপাড়া রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত সভায় বিগতদিনের সাংগঠনিক দক্ষতা বিবেচনা করে সাবেক সাধারণ সম্পাদক মাস্টার প্রদীপ পালকে সংগঠনের পূনরায় সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।