আগরদাড়ি অসহায় দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করলেন এমপি রবি
সাতক্ষীরায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার উপহার অসহায় দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে সদরের ১০ নং আগরদাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থদের মাঝে এ চাউল বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আযহায় যেন অসহায় মানুষ কষ্ট না পায়। সেজন্য দুই ঈদে বিজিএফ’র চাউল সহায়তা দিয়ে থাকেন। এটা মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য তার পক্ষ থেকে ২০ কেজি করে চাউল উপহার দিচ্ছেন। এসময় তিনি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার আহবান জানান এবং সকল শহিদদের প্রতি মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আগরদাড়ি ইউনিয়নের ২ হাজার ৬শ’ ৮২ টি অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়। আগরদাড়ি ইউনিয়নে ৫৩.৬শ’ ৪০ মে. টন ভিজিএফ’র চাউল বিতরণ করা হবে।