শ্যামনগরের কাশিমাড়ীতে এক মহিলা ৫ দিন নিখোঁজ!
উপজেলার কাশিমাড়ী পল্লীর বোল্লারটোপ গ্রামের রিজিয়া খাতুন নামে এক মহিলা ৫ দিন যাবত নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহবধূ একই গ্রামের হাজিরউদ্দীন গাজীর মেয়ে। নিখোঁজ গৃহবধূ দীর্ঘদিন যাবত একমাত্র ছেলে সবুজ কে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছিল।
নিখোঁজ গৃহবধূর ছেলে সবুজ জানান, গত ৯ আগষ্ট বৃহস্পতিবার আমার মা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এসময় তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি। তার গায়ের রং কালো, উচ্চতা ৪ ফুটের মত। বয়স ৪০ বছর। তার হালকা মানসিক সমস্যা ছিল।পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তার খোঁজাখুঁজি অব্যাহত আছে। কেউ তার সন্ধান পেলে নিমোক্ত নং যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে তার ছেলে সবুজ। সন্ধান দাতাকে পুরুস্কৃত করা হবে।
Please follow and like us: