আওয়ামীলীগের অফিসে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় তাঁতীলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ আওয়ামীলীগের ধানমন্ডীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ তাঁতীলীগের সাতক্ষীরা সদর ও পৌর শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে পৌর সভাপতি নুরজাহান সাদিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার সানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মীর আজহার আলী শাহীন। প্রধান বক্তা ছিলেন, আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম। বিশেষ বক্তা ছিলেন জেলার সদস্য সচিব মনিরুজ্জামান তুহিনসহ জেলা, সদর উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে অফিসে হামলাকারিদের গ্রেফতার ও শাস্তি জানান।