গ্রিন কার্ড পেলেন আলিয়া!
আলিয়া ভাট। নিজের অভিনয় নিয়ে বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন এ অভিনেত্রী। তবে ইদানিং নিজেদের প্রেম নিয়ে লাইমলাইটে আসেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাদের প্রেমের প্রজাপতি এখন উড়ছে খোলা আকাশে।
ফুরসত পেলেই তারা একসঙ্গে দারুণ সময় কাটান। সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এই সম্পর্কের সত্যতা নিশ্চিত করেছেন ‘সঞ্জু’ তারকা রণবীর। বিয়ে করার ব্যাপারেও দু জনে বেশ আগ্রহী।
এদিকে রণবীরের পরিবারেরও এতে সাঁয় আছে বলে জানিয়েছেন তাদের একজন বন্ধু। তিনি উল্লেখ করেন, ছেলের কোনো প্রেমিকার ব্যাপারে আপত্তি ছিল না ঋষি কাপুরের।
তবে ঋষির স্ত্রী নিতু কাপুর ছেলের আগের কোনো প্রেমিকাকেই মেনে নিতে পারেননি। এ কারণেই দীপিকা ও ক্যাটরিনার সঙ্গে ৩৫ বছর বয়সী এই তারকার প্রেমের সফল সমাপ্তি হয়নি। তবে আলিয়াকে তার বেশ পছন্দ। ওই সূত্রটির দাবি, নির্মাতা মহেশ ভাটের মেয়েকে মনে মনে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন তিনি।
তাই রণবীরের ঘরে ঢুকার জন্য গ্রিন কার্ড পেলেন আলিয়া। ফলে দুই পরিবারই রণবীর ও আলিয়ার বিয়ের ব্যাপারে আশাবাদী। সব ভালোয় ভালোয় চললে আগামী বছরের শেষ প্রান্তে বলিউডের এ দুই তারকার চার হাত এক করে দেবেন তারা।
বিয়ের পরও অভিনয় করবেন ২৫ বছর বয়সী আলিয়া। যদিও কাপুর সাম্রাজ্যে যারা বউ হয়ে আসেন, তাদেরকে ক্যারিয়ার জলাঞ্জলি দিতে হয়। যেমন রণবীরের মা নিতু কাপুর ও চাচি ববিতা কাপুর।
এদিকে রণবীর ও আলিয়া এখন অয়ন মুখার্জির পরিচালনায় ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন। এতে আরো থাকছেন অমিতাভ বচ্চন।