শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হমলায় আহত-৪
সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যবসায়ীর বাড়ি-ঘর ও আসবাব পত্র ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হযেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের হাতে আহত হয়েছে ৪ জন।
সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের বাধঘাটা গ্রামে এ ঘটনাটি ঘটে। বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ৩ মে ব্যবসায়ী আবুল কালাম বাধঘাটা গ্রামের আব্দুস সবুরের স্ত্রী সাবিনা ও ছেলে এমদাদুল হকের কাছ থেকে ৬ শতক জমি ক্রয় করে সেখানে ৫টি ঘর তৈরি করে বসবাস শুরু করেন। সাবিনার সাথে তার দেবর আব্দুল বারীর একটি বাটোয়ারা মামলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও হঠাৎ করে আব্দুল বারী তার ভাই ও লোকজন নিয়ে সাবিনার বিক্রি করা ওই জমি দখল নিতে যায়। এ সময় তারা সীমানা প্রাচীর ভেঙে ঘর-বাড়ি ও আসবাব পত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। আবুল কালামের প্যারালাইজড আক্রান্ত বৃদ্ধ বাবা নূর আলী গাজী ও বৃদ্ধা মা জহুরা বেগমকে মারধর করা হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আব্দুস সালামের স্ত্রী সাবিকুন নাহারের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে তারা। এতে সে রক্তাক্ত জখম হয়। এ ছাড়া নূর ইসলামের কলেজপড়ুয়া মেয়ে সুমাইয়া ইয়াসমিনও আহত হয়। আহতদেরকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।