পাঠকের শেষ আশ্রয়স্থল `দৈনিক সাতক্ষীরা’-বরুণ ব্যানার্জী
পাঠকের শেষ আশ্রয়স্থল দৈনিক সাতক্ষীরা। গত দুই বছরে পাঠকের মন জয় করে সামনের দিকে অগ্রসর হচ্ছে সব সময়, সবার আগে সংবাদ পরিবেশনে অঙ্গিকার বদ্ধ দৈনিক সাতক্ষীরা অনলাইন পোর্টাল। শনিবার সকাল ১০ টায় শহিদ নাজমুল সরণির ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের ২য় তলায় দৈনিক সাতক্ষীরা পত্রিকার নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন দৈনিক সাতক্ষীরা পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জী।
এ সময় আরো বক্তব্য রাখেন দৈনিক সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক জাহিদ হাসান,বিশেষ প্রতিনিধি আরাফাত আলী,এম বেলাল হোসাইন,নিজস্ব প্রতিবেদক আক্কাজ আলী,স্টাফ রিপোর্টারজি এম কামরুজ্জামান, পলাশ মন্ডল,খালিদ সাইফুল্লাহ, কালিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান শিমুল,সাতক্ষীরা শহর প্রতিনিধি কামরুল ইসলাম,পাটকেলঘাটা প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী,কলারোয়া প্রতিনিধি রাশেদুল হাসান কামরুল,তালা প্রতিনিধি ইমরান হোসেন,পাইকগাছা প্রতিনিধি আব্দুল আলীম ,সাংবাদিক আব্দুল মতিন, সাংবাদিক উর্মি মহুয়া মেঘলা ও সাংবাদিক জি. এম আজিজুর ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার স্টাফ রিপোর্টার রহুল আমিন ,পিন্টু মোন্ডল ,আশাশনি প্রতিনিধ এসকে হাসান ,সাংবাদিক সচ্চিনান্দদেসদয় ,সাংবাদিক শাহীন গোলদার ,সাংবাদিক এম আর মিঠুন ,দেবহাটা প্রতিনিধি মুমিনুল ইসলাম,সাংবাদিক সাদিকুর রহমান ,কলারোয়া সদর প্রতিনিধি জুলফিকার আলী,আশাশুনি প্রতিনিধি মুজিবর রহমান,শোভনালী প্রতিনিধি মানিকচন্দ্র বাছার,কাশিমারী প্রতিনিধি রবিউল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি জিএম শাহাদাত,কুশিলিয়া ইউনিয়ন প্রতিনিধি সুমন সরকার,তালা প্রতিনিধি জহর হাসান ,ইমরান কবীর ও জাহাঙ্গীর আলম প্রমুখ।