সাতক্ষীরায় আন্তজার্তিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনাসভা
“আদিবাসী জাতিসমুহের দেশান্তর, প্রতিরোধে সংগ্রাম” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তজার্তিক আদিবাসী দিবস-২০১৮ উপলক্ষে আলোচনাসভা ও সংস্কৃতি প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের অদূরে বেসরকারি উন্নয়ন সংস্থা ঋশিল্পী কনফারেন্স রুমে আলোচনাসভা ও সংস্কৃতি প্রদর্শণ অনুষ্ঠিত হয়।
মুন্ডা সংস্থার সভাপতি গোপাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, নগরঘাটা ইউপি চেয়াম্যান কামরুজ্জামান লিপু, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন প্রমুখ।
আলোচনা সভাশেষে সেখানে মুন্ডা সম্প্রদায়ের সংস্কৃতি অনুষ্ঠান প্রদর্শন করা হয়। এর আগে সকালে তারা শহরে একটি র্যালী বের করে।