বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে সংহতি, শান্তি ও সম্প্রীতি স্থাপনে কিশোর-কিশোরীদের প্রচারাভিযান উপলক্ষে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মিজানুর রহমান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎশাহী সদস্য ডা: মো: শোকর আলী, অভিভাবক সদস্য ডা: অহিদুজ্জামান, সহকারী শিক্ষক মো: জাহাঙ্গীর কবির, ক্রিড়া শিক্ষক রফিকুল ইসলাম খান, শিক্ষক মুজিবুদৌলা শামীম, মো: রুবেল হোসেন, মুশফিকুর রহমান, তপন কুমার বাইন, জ্যোতি রাণী, হাফিজা খাতুন ও সাংবাদিক রুহল আমিন প্রমূখ। রূপান্তর এর পিস কনসোটিয়াম বিডির আয়োজনে অনুষ্ঠিত উগ্রপন্থার বিরুদ্ধে সামাজিক সংহতি গড়ে তুলুন “শান্তির স্বপক্ষে তরুণ-যুবরা ঐক্যবদ্ধ হোন” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় পরীক্ষক ছিলেন রূপান্তরের উপজেলা ফিল্ড অফিসার গোলাম কিবরিয়া। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সৃজনশীল প্রতিভা বিকাশ কর্মকান্ডে সম্পৃক্ত করতে পারলেই উগ্রতা ও সহিংসতার বিপরীতে শান্তি-সম্প্রীতি ও সংহতি ফিরিয়ে আনা সম্ভব। প্রতিযোগীদের মধ্যে চিত্রাঙ্কন, বইপড়া, দেশের গান, লোকগান, নাটক (সম্প্রতির বাংলাদেশ ও ব্যক্তিগত প্রতিভার পরীক্ষা নেওয়া হয় এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সেলিমুজ্জামান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)