চাঁদপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
চাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্য শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক ওমর ফারুক, কনেস্টেবল আবুল বাসার ও আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, শাহারাস্তি থেকে একদল মাদক বিক্রেতা মাদক নিয়ে মধ্যরাতে পার্শ্ববর্তী হাজীগঞ্জে প্রবেশ করার সংবাদ পাই। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করলে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুশফিক বিন বাকের তাকে মৃত বলে ঘাষণা করেন।
শাহরাস্তি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তার মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এদিকে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।