সাতক্ষীরায় অবৈধ্য স্থপনা উচ্ছেদ
সাতক্ষীরায় অবৈধ দোকান ঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালতে। সদর থানার পরিদর্শক (অপরেশন) সেকেন্দার হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০ টার সময় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন ছফুরা মহিলা কলেজের পাশে ও মিলবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় সড়ক ও জনপদ বিভাগের উপর অবৈধ স্থাপনা নির্মাণ করায় নির্বাহী ম্যজিস্ট্রেট এর নির্দেশে পুলিশ মহিলা কলেজের পাশে অবস্থিত চারটি দোকান ঘর ও মিলবাজার এলাকায় কাঁচামাল পোট্রি থেকে ৪০ টি দোকান ঘর উচ্ছেদ করে। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ গিয়াস উদ্দীন,সড়ক ও জনপপদ বিভাগের সার্ভেয়ার কামরুল হোসেন।
Please follow and like us: