তালায় জামায়াত নেতা গ্রেফতার
তালা উপজেলার আটারই গ্রামের মৃত বাদল মোড়লের ছেলে জামায়াত নেতা মোস্তফা মোড়ল(৩৮) কে নাশকতা মামলায় তালা থানা পুলিশ গ্রেফতার করেছে ।
তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, এস আই শেখ মোঃ আজগর আলী,ও এএসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সের বিশেষ অভিযান চলাকালীন মঙ্গলবারে জামায়াত কর্মী, নাশকতা মামলার আসামী মোঃ মোস্তফা মোড়ল (৩৮), পিং-মৃত বাদল মোড়ল, সাং-আটারই, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহার নিজ বাড়ী হইতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
Please follow and like us: