আশাশুনিতে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জেলা শিক্ষক সমিতির নিন্দা
আশাশুনি উপজেলার ফকরাবাদ জে.বি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলার নেতৃবৃন্দ। বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ এই জঘন্যতম অপরাধের জন্য নিন্দা জ্ঞাপনসহ দোষী ব্যক্তিকে অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, জেলা শিক্ষক সমিতির সভাপতি চিত্তরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক মোঃ শফিউদ্দীন, মোঃ রেজাউল করিম, মোঃ আমানুল্লাহ, মোঃ আব্দুল গণি, মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক বি এম সামছুল হক, কোষাধ্যক্ষ সুকৃতি কুমার রায়, মোহন হালদার, অরুণ কুমার গাইন, শফিকুল ইসলাম, মোঃ এমাদুল হক, মোঃ আরিফুল ইসলাম, শেখ মাকফুর রহমান, জয়দেব বিশ্বাস, হাফিজুর রহমান, মোসলেম আলী, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান, রাশিদুল হাসান, মোঃ আব্দুল হালিম, কামরুন্নাহার, বাকিবিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।