‘মেয়েরা প্রমোশন পায়, কাঁটাছেড়া জামা পড়ে’
১০ আগস্ট আসছে পাঁচ লড়াকু মেয়ের গল্প নিয়ে জয়া আহসান অভিনীত ছবি ‘ক্রিসক্রস’। জয়া ছাড়া বাকি চার নায়িকা হলেন প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, মিমি চক্রবর্তী এবং নুসরত। ফেসবুক লাইভে মেয়েদের জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরলেন জয়া আহসান।
লাইভে এই অভিনেত্রী বলেন, ”মেয়ে এই পজিশনে আছে, নিজের কোয়ালিফিকশনে? রূপের যাদু, রূপের যাদু বুঝলে? প্রচণ্ড ডমিনেটেড এই মহিলা, এদের নাকি প্রমোশন হয়েছে, হবে না? কি রকম কাঁটাছেড়া ক্লিভেজ বের করা ড্রেস পড়ে। মেয়েদের আবার কাজ কি? সংসার তো চালায় পুরুষরাই!!
মেয়েদের কাছে চাকরি, কাজ এগুলো তো শখ। শেষ পর্যন্ত বিয়েতেই পরিণতি।
নারী-পুরুষ এভাবে আলাদা না করে নারী না ভেবে মানুষ ভাবুন। তাহলে আপনারা এই ৫ নারীর চরিত্র না দেখে ৫ মানুষের চরিত্র দেখুন। কিভাবে আমরা ক্রিসক্রসের মধ্য দিয়ে যাই।”
Please follow and like us: