কুল্যায় আওয়ামীলীগের শোক দিবস পালনের প্রস্তুতি সভা
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সিনিঃ সহ-সভাপতি নগেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ ঢালীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, আনছার আলী সরদার, আঃ ছাত্তার মেম্বার, আলহাজ্ব ডাঃ গাউছুল হক, প্রভাষক হিরুলাল বিশ্বাস, আলমগীর আলম আঙ্গুর, ফিরোজ খান মধু, মিকাঈল ইসলাম, হুমায়ুন কবির মন্টু, আনোয়ার হোসেন, উত্তম কুমার দাশ, মেশাররফ হোসেনসহ ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দ। সভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য ভাবে পালন করা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইয়াহিয়া ইকবালের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা ও ভারপ্রাপ্ত সভাপতির বিষয় নিয়ে আলোচনা করা হয়।