সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ়্য র্যালী অনুষ্ঠিত
সাতক্ষীরায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ়্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স চত্ত্বর থেক্বে র্যালীটি বের হয়ে শহরের খুলনা রোড মোড়ে এসে শেষ হয়। র্যালীটিতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার, সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, সদর হেডকটার হুয়ামায়ন কবীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমার প্রমুখ। র্যালী শেষে সড়কে নিরপদে চলাচলের লক্ষ্যে অবৈধ যানবাহন ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সে বিহিন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় বিশটার মত মামলা দায়ের করেন। সাথে সাথে যাদের সঠিক কাগজপত্র ও নিয়ম মেনে গাড়ী চালাচ্ছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন সাতক্ষীরা জেলার কোথায়ও কোন ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সে বিহিন চালক ও বেপরোয়া গতিতে গাড়ী চালকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।