”শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে নলতায় ”মা” সমাবেশ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় নলতা অডিটরিয়ামে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), নুর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ নারীরাও স্বাবলম্বী হতে শুরু করেছে। এক সময়ে ধর্মের দোহাই দিয়ে নারীদের ঘরে বন্দি করে রাখা হতো। শেখ হাসিনা নারীদের সেই বন্দি দশা থেকে মুক্ত করে নিজের পায়ে দাড়ানোর পথ দেখিয়েছেন। এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে নতুন বই পায়। বর্তমানে শিক্ষিতের হার বেড়ে গেছে। তার পেছনে জননেত্রীর অবদান রয়েছে। তিনি মা’দের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তান যেন মাদক,জঙ্গি ও সন্ত্রাসের সাথে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সরকার এবং প্রশাসনের পাশাপাশি আপনাদেরও ভূমিকা রাখতে হবে। তাহলেই বঙ্গবন্ধু স্বপ্ন মাদক,জঙ্গি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।
বর্তমান সরকারের সময়ে সারাদেশে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ম্যাটসহ জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলো উন্নতিকরণ করা হয়েছে। যার অবদান একমাত্র জননেত্রী শেখ হাসিনার। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।