পাটকেলঘাটায় প্রথম শ্রেণীর ছাত্র সড়ক দুর্ঘটনায় নিহত
সাতক্ষীরা কুমিরায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় প্রথম শ্রেণীর ছাত্র জোবায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ৩ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা-কেশবপুর সড়কের কুমিরা রাঢ়ীপাড়ায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পিতা জানায়, রবিবার বেলা ১২টার দিকে পাটকেলঘাটা-কেশবপুর মাইকেল সড়কের কুমিরা বাবুর পুকুর কান্দা নামক স্থানে কেশবপুর থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ রাস্তা পার হওয়ার সময় কুমিরা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র কুমিরা গ্রামের জিয়াউর বিশ্বাসের পুত্র জোবায়ের বিশ্বাস (৮) ইজিবাইকের সামনে পড়লে ধাক্কা লেগে মারাত্মক আহত হয়ে পিচের উপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হতে থাকে। এসময় স্থানীয়রা আহত অবস্থায় স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করলে কর্তব্যরত তাকে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে। এ ঘটনায় সুচতুর ইজিবাইক চালক কৌশলে ইজিবাইকটা রেখে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আহত হয় ইজিবাহকের যাত্রী শ্যামনগর থানার নুরনগর গ্রামের প্রশান্ত সাহার দু’পুত্র রনি (১৫), জনি(৮), কালিগঞ্জ থানার মৌতলার নুরালী সাহার স্ত্রী অঞ্জলী সাহা (৪০)। ঘটনাস্থল থেকে পুলিশ ক্ষতিগ্রস্থ ইজিবাইকটি উদ্ধার করেছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।