আইন প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে-মারুফ আহম্মদ
রবিবার থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ-২০১৮ ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় কলারোয়া থানা পুলিশ এর আয়োজনে থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ এর নেতৃত্বে বেলা ১১ টায় এক বর্ণাঢ্য র্যালি থানা গেইট থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ওসি শেখ মারুফ আহম্মদ উপজেলার সকল রাস্তায় মোটরসাইকেল, প্রাইভেটকার, গণপরিবহন, ইজিবাইক সহ সব যানবাহন এবং চালকদের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন এবং ট্রাফিক আইন মেনে দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন নির্দেশনা কপি হাতে তুলে দেন।
অনুষ্ঠানে পুলিশ পরিদশর্ক (তদন্ত) শরিফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার বিপ্লব কুমার রায়, এস আই সোলায়মান আক্কাস, শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, রইচ উদ্দীন, মোন্তাজ আলী, জসিম উদ্দীন, এএসআই হেলাল উদ্দীন, নুর আলী, গোপাল, আব্দুল হালিম, রাসেল রানা সাগর, ইসহাক আলী, আব্দুস সবুর, আলাউদ্দীনসহ থানার সকল অফিসার, স্টাফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি, ইমাম, স্কাউটস এর সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে থানা চত্বরে উপস্থিত সকলের সামনে ট্রাফিক আইন মেনে চলার জন্য দিক নির্দশনামূলক বক্তব্য দেন ওসি শেখ মারুফ আহম্মদ। এ সময় তিনি বলেন- আমরা ট্রাফিক সপ্তাহ পালন করছি। পুলিশ গাড়ির কাগজপত্র, ফিটনেস যাচাই বাছাই করবে, দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান তিনি। এ সময় দুর্ঘটনায় নিহত ছাত্র, ছাত্রীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও শোকের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদদের ও দুর্ঘটনায় নিহত ছাত্র, ছাত্রীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন থানা মসজিদের খতিব কলারোয়া ইমাম পরিষদের সেক্রেটারি সাংবাদিক আসাদুজ্জামান ফারুকী।
Please follow and like us: