রায়পুরায় লেগুনাচাপায় কলেজছাত্রের মৃত্যু
ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরায় লেগুনাচাপায় এক কলেজছাত্র মারা গেছে।
শনিবার সকালে উপজেলার নীলকুটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
নিহত মো. আবদুল্লাহ উপজেলার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকার মো. শাহজাহানের ছেলে। সে ভৈরবের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী লেগুনা ভৈরব যাচ্ছিল। নরায়নপুরের নীলকুটি বাসস্ট্যান্ডে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ ঘটনায় আহত হয় কলেজছাত্রসহ ছয়জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠিয়ে দেয়। এসময় ঢাকা নেয়ার পথে আব্দুল্লাহ মারা যায়।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন- চালককে আটক করা হয়েছে। লেগুনা উদ্ধার করা হয়েছে। আহতদের ভৈরব হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার পর পর এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। যানবাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।