দুদলী কমিউনিটি ক্লিনিকের বেহালদশা অতিদ্রুত প্রয়োজন সংস্কারের
কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের কমিউনিটি ক্লিনিক বেহাল অবস্থায় পরে আছে অতিদ্রুত সংস্কারের দাবী স্থানীয়দের। সরেজমিনে যেয়ে দেখাযায়, কমিউনিটি ক্লিনিকরে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। তাছাড়া পিছনে পুকুরের পাড় ধ্বসে যাওয়ায় ক্লিনিক ধ্বসে পুকুরের ভিতরে পরার উপক্রম হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ হেমায়েত আলী বলেন দুদলী গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে ৫ হাজার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭-৮ কিলোমিটার দূরে এজন্য খাজাবাড়িয়া,উজয়মারি ও দুদলী গ্রামের এক’শ থেকে দের’শ রুগী প্রতিদিন স্বাস্থ্য সেবা নিয়ে থাকে এই কমিউনিটি ক্লিনিক থেকে। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। তাছাড়া পিছনে পুকুর পাড় ধ্বস নামার কারণে ক্লিনিক ধ্বসে পরার আশাংকা রয়েছে বলে তিনি জানান। স্থানীয় ঝর্ণা আক্তার ও মাহবুর আলম বলেন কিছু দিন যাবৎ বিদ্যুৎ লাইন বিছিন্ন যার ফলে ক্লিনিকে সেবা নিতে আসা রুগীদের চিকিৎসা সেবা ব্যবহৃত হচ্ছে। এসময় স্বাস্থ্য সেবা নিতে আসা স্থানীয় মনোয়ারা বেগম,শাহিনা পারভীন সহ অনেকে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের বাড়ীর পাশে চিকিৎসা সেবা নিতে পেরে তারা অতি আনন্দিত। তবে দুঃখ প্রকাশ করে বলেন বর্তমান ক্লিনিকটির যে অবস্থা তৈরি হয়েছে অতিদ্রুত সংস্কার ও পুকুরের পাড় মাটি দিয়ে ভরাট না করা হলে তাদের গ্রামের মানুষ হয়ত বেশিদিন বাড়ীর নিকট থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবেনা। এ বিষয়ে জানতে চাইলে দুদলী কমিউনিটি হেলথ কেয়ারের প্রপাইটার হাসান মারুফ বলেন তারা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকছেদুর রহমান পুকুরের বিষয়ে বলেন স্থানীয় ইউপি সদস্যকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে তা নাহলে পুকুর ভরাট সম্ভব হবেনা। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন বিল্ডিং ফাটল ধরেছে সত্য তবে চেষ্টা চালানো হচ্ছে মেরামত করার। তাছাড়া বিদ্যুৎ বিলের পরিশোধ করা হয়নি কারণ সরকার টাকা দেয়নি এজন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে।