তালায় অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের করায় কৃতিম জলাবদ্ধতা সৃষ্টি
চলতি বর্ষা মৌসুমে সাতক্ষীরা তালা উপজেলার উত্তর নলতা বিলে অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের করে কৃতিম জলাবদ্ধতা সৃষ্টি করায় বসতবাড়ি, রাস্তাঘাট পানিবন্ধীসহ শতশত বিঘা ফসলি জমির সবজী ক্ষেত ও আউশের ফসল অনিশ্চিত হয়ে পড়েছে। একদিকে শালতা নদী ভরাট হওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি। অন্যদিকে কৃতিম পদ্ধতিতে শালতার সংযোগ খালের পানি নিষ্কাশনের পথে বাঁধদিয়ে এলাকায় কৃতিম জলাবদ্ধতার সৃষ্টি করছে।
শালতা সংযোগ সবকটি খাল ভরাট হয়ে প্রায় সমতল ভূমিতে পরিণত হয়েছে। তার মধ্যে খলিলনগর কালভাট এবং মহান্দী কালভাট এর মুখ থেকে শালতা নদী সংযোগ গেট পর্যন্ত দুইটি খালের পাশ দিয়ে বাঁধ দেওয়ায় বেশির ভাগ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একটি স্বর্থনেশী মহল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে ছোট ছোট টপ ঘের করে এই জলাবদ্ধতার সৃষ্টি করেছে। এখনি এর প্রতিকার না হলে চলতি ভারী বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে বলে এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
শনিবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, খলিলনগর বাজারের উত্তর পাশে নলতা বিলে বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সরকারি লাখ লাখ টাকা ব্যয়ে নির্মাণ রাস্তা পানির নিচে তলিয়ে যেমন ক্ষতি হচ্ছে। তেমনি এলাকার বসতবাড়ী, কবরস্থান, সবজী ফসল এবং শতশত বিঘা আউ ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে।
এব্যাপারে স্থানীয় এলাকাবাসীর পক্ষে নলতা গ্রামের মৃত পরশউল্লাহ মুন্সীর ছেলে ইসলাম শেষ, শফিয়ার রহমান শেখ, ছমির মোড়ল, আজিজ শেখ, আছাদুল মোড়ল, জব্বার মোড়ল, শাহিদা বেগম, হাতেম শেখসহ শতাধিক লোকে জানান, এলাকার কিছু স্বার্থন্বেশী মানুষ তাদের স্বতঃসিদ্ধ উদ্ধারের জন্য ১বিঘা ১০ কাঠা জমি বাঁধ দিয়ে ঘের করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রেখেছে।
নলতা গ্রামের ওদুত সরদার, মুকুল সরদার, বিশ্বনাথ পরামানিক, তালেব গাজীর ছেলে জুলফিক্কার গাজী, খলিলনগর গ্রামের আনিচ মোড়ল, সিরাজ সরদারের ছেলে মালেক সরদার, হোসেন সরদার সহ আরও অনেকে। গ্রামের পানি খলিলনগর কালভাট এবং নলতা গ্রামের মাঝিরডাঙ্গি এলাকা দিয়ে নিষ্কাশন হতো। এসকল ব্যক্তিরা বাঁধদিয়ে মৎস্য ঘর করায় এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এলাকার ঘেরমালিক ওদুত সরদার জানান, আমাদের ঘেরর সবকটি কলের মুখ খোলা আছে। পশ্চিম পাশে একটি ক্যানেল ছিলো সেটি নলতা গ্রামের সাহেব আলী খাঁ বেধে দিয়েছে। এবং দক্ষিণ পাশে খলিলনগর গ্রামের আনিচ মোড়ল বাঁধ দিয়ে ঘের করায় জনবসতি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর সঠিক সমাধান হওয়া উচিত।
এব্যাপারে তালা উপজেলার নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জনান, এ বিষয়ে আমার কিছু জানা নেই তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে ।