জেলা আওয়ামীলীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের শহীদ আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামীলীগের আহবানে আগামী ২৯ আগস্ট বুধবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শোকসভা ও দোয়ামাহফিল এবং মাসব্যাপি আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিদিন শোকসভা অনুষ্ঠিত হবে। এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে অধ্যক্ষ আবু আহমেদ কে আহবায়ক করে উদযাপন কমিটি সংগঠনের কোষাধ্যক্ষ আসাদুল হককে আহবায়ক করে অর্থ-উপ কমিটি এবং বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে আহবায়ক করে প্রচার উপ-কমিটি গঠন করা হয় এবং ১৪ ও ১৫ আগস্ট শহরের প্রধান প্রধান মোড়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করার সিদ্ধান্ত গৃহিত হয়। প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, বেগম রিফাত আমীন এমপি, সহ-সভাপতি অ্যাড. এস এম হায়দার, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দীন, সৈয়দ হায়দার আলী তোতা, শেখ হারুন উর রশিদ, আলহাজ্ব শেখ নুরুল হক, শহীদুল ইসলাম, এড, গোলাম মোস্তফা, শেখ আব্দুল কাদের, ডা: আজিজুর রহমান, আলহাজ্ব ফিরোজ আহমেদ, জে এম ফাত্তাহ, আসাদুল হক, এস এম শওকত হোসেন, শাহাজান আলী, এড. আব্দুল লতিফ, ডা: মুনসুর আহমেদ, এড. মোজাহার হোসেন কান্টু, সাঈদ মেহেদী ও ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ।