শ্যামনগরে একতা রক্ত দান সংস্থার যাত্রা শুরু
“যদি করেন নিয়মিত রক্ত-দান,
রক্তের অভাবে ঝরবেনা একটিও প্রাণ”
এই স্লোগান কে সামনে রেখে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী পল্লীর ঘোলা গ্রামে একতা রক্ত দান সংস্থার পথ চলা শুরু হয়েছে।
গত ১৪ জুলাই হতে অত্র এলাকা সহ বিভিন্ন এলাকার অসহায়দের রক্তদানে বিভিন্ন ভাবে রক্ত সংগ্রহে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
অত্র এলাকার তরুণ সমাজসেবক জিয়াউর রহমান ও গ্রাম্য ডাঃ আজহারুল ইসলামের উদ্যোগে পথচলা শুরু হয়ে ইতিমধ্যেই এলাকার ২ জন অসহায় রোগীর রক্ত সংগ্রহের মাধ্যমে সংস্থার কার্যক্রমে বিস্তার লাভ করেছে। কোন ব্যক্তির রক্তের প্রয়োজন হলে নিম্নোক্ত নং এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটির উদ্যোক্তারা।
জিয়াউর রহমান ০১৭১৬০৮২১৩৭, ডাঃ আজহারুল ইসলাম ০১৭১৪৮৪৮৬৬৩।
Please follow and like us: