গুনাকরকাটি রাস্তা কেটে পানি সরানোর ব্যবস্থা করলেন ইউএনও
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটিতে রাস্তা কেটে পাইপ স্থাপনের মাধ্যমে ২০টি পরিবারের জলাবদ্ধতা দূর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মত স্থানীয়রা এ কাজ করেন।
বৃহস্পতিবার বিভিন্ন দৈনিকে “গুনাকরকাটির ২০ পরিবার পানিবন্ধী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন পানি বন্ধী পরিবারের অবস্থা স্বচক্ষে দেখতে গুনাকরকাটিতে গমন করেন। এসময় জলাবদ্ধতার শিকার পরিবারের সদস্যদের দু:খ দুর্দশার দৃশ্য স্বচক্ষে দেখে তিনি ব্যথাতুর হয়ে ওঠেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তিনি ইটের সোলিং এর রাস্তা কেটে সেখানে পাাইপ স্থাপনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের সিদ্ধান্ত দেন। সাথে সাথে স্থানীয়রা পাইপ এনে রাস্তার মাটি কেটে সেখানে পাইপ স্থাপন করে পুনরায় রাস্তা ঠিক করেদেন। ফলে পানি নিস্কাশনের পথ উন্মুক্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন, এখানে কালভার্ট স্থাপনের মাধ্যমে স্থায়ী ব্যবস্থা করা হবে।
এ সময় কুল্যা ইউপির প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম পান্না, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান, সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, গোলাম মোস্তফা, এস কে হাসান, সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।