প্রতিবন্ধী স্কুলের জমি পরিদর্শন করলেন -এমপি রবি
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের নামীয় জমি পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বুধবার দুপুরে পৌরসভার খড়িবিলা এলাকায় এ পরিদর্শনে যান তিনি। এসময় তিনি বলেন, যত দ্রুত সম্ভব স্কুলটির নিজস্ব ভবন ও রাস্তা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। আমার যত কষ্ট হোক না কেন প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভবন নির্মাণ করা হবে। ভবনটি শেষ হলে এখানে সাতক্ষীরার অনেক প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলবে। এর আগে তিনি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের মিডডে মিল এ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আলহাজ¦ আবুল কালাম বাবলা, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক তানজীর কামাল তমাল, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, মাসন সোম, শেখ মাহফুজুর রহমান, জিয়াউর বিন সেলিম যাদু, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, তহমিনা আক্তার সুমি ও কামরুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকবৃন্দ।