নাটোরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
নাটোরের বড়াইগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার মহিষভাঙ্গা এলাকার কমিউনিটি ক্লিনিকের পাশে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পিস্তলের গুলির খালি খোসা, ২৮০টি ইয়াবা বড়ি ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে।
নিহত কাবিল হোসেন উপজেলার চর গোবিন্দপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ও সহকারী এসপি মো. আজমল হোসেন জানান, রাতে র্যাবের একটি টহল দল মহিষভাঙ্গা কমিউনিটি ক্লিনিকের কয়েকজনের লোকের আনাগোনা দেখতে পায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে।আত্মসমর্পণের নির্দেশ দিলে র্যাবকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয় কাবিল। তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া ডাক্তার মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন- কাবিল হোসেন জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকসংক্রান্ত ১৩টি মামলা রয়েছে।