আহ্ছানিয়া মিশন শিক্ষার্থীদের ক্ষতি হোক এমন কোন কিছু নির্মাণ করা যাবেনা–এমপি রবি
সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাদ্রাসার শিক্ষার পরিবেশ হুমকির মুখে পড়ায় বিক্ষোভ প্রদর্শন করে। তাদের অভিযোগ বুধবার দুপুরে সরেজমিনে পরিদর্শন করেছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘স্রষ্টার ইবাদত সৃষ্টের সেবা’ এই মূলমন্ত্র নিয়ে প্রতিষ্ঠিত খানবাহাদুর আহ্ছান উল্লাহ (রঃ) এর স্মৃতি বিজরিত এই প্রতিষ্ঠানে মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হবে এমন কিছু করা যাবেনা। মাদ্রাসার সর্ন্নিকটে অতিরিক্ত দোকান ও জেনারেটর স্থাপন করা যাবেনা। দোকান ও জেনারেটর নির্মাণ করা হলে বিকট শব্দ ধূষণে মাদ্রাসার শিক্ষার্থীদের পড়া-শুনাার ব্যাঘাত ঘটবে। এসময় তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের আশাস্থ্য করে বলেন, লেখা পড়ার ক্ষতি হোক এমন কোন কিছু এখানে নির্মাণ করা যাবেনা।’ তিনি সংশ্লিষ্টদের বিষয়টি দেখার নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকিসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।