‘আটক’ সালমান মুক্তাদির?
টেলিভিশন অভিনেতা ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে আটক করেছে পুলিশ। সর্বশেষ জানা মতে, তাকে আবার ছেড়েও দিয়েছেন তারা।
এদিকে, বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার এয়ারপোর্ট রোডে যান অভিনেতা সালমান মুক্তাদির। তারা এই ইউটিউবারকে পেয়ে ঘটনার বর্ণনা দেন। এসময় শিক্ষার্থীদের পক্ষ নিয়ে সালমান পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর সালমান ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা সরাসরি দেখাচ্ছিলেন।
তা ফেসবুকে জানাতে দেখে একটু পরেই সালমানকে আটক করে পুলিশ। কিন্তু সাংবাদিকদের কারণে একপর্যায়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়, জানালেন সালমান মুক্তাদির নিজেই।
শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে সালমানের বক্তব্য, অল্প বয়সী শিক্ষার্থীরা অতি আবেগপ্রবণ। তারা ভুল করে ফেলতে পারে। আমি গিয়েছি আমার জায়গা থেকে তাদেরকে বোঝাতে। এক পর্যায়ে পুলিশ আমাকে অন্যায়ভাবে আটক করে।
সালমান বলেন, সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক ভাইয়েরা আমাকে রক্ষা করেছে এবং পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। তারা অনেককেই এভাবে রক্ষা করেছে। আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।