সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা
সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরা’র উদ্যোগে আগামী ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ পালন উপলক্ষে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ, প্রিন্সিপাল কমিটি, সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভা সংগঠনের সভাপতি মীর সাহাজাদ আলীর সভাপতিত্বে সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরায় ৩০ জুলাই সোমবার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে ১লা আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিপালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তন্মধ্যে কালোব্যাজ ধারণ, ব্যানার, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, কোরানখানি, দুপুরে বিশেষ মোনাজাত, গণভোজের ব্যবস্থা গ্রহণ সহ সরকারি সকল কর্মসূচিতে পরিষদের পক্ষ থেকে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত। শোক দিবসের কর্মসূচিতে সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অ লের সকল কর্মকর্তা/কর্মচারিগণকে অংশ গ্রহনের অনুরোধ জানানো হয়েছে।