রাজধানীতে গাড়ি চুরি চক্রের ১২ সদস্য গ্রেফতার
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার দিনভর রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময তাদের চুরি করা ১০টি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
Please follow and like us: