‘যৌনতা’ ও ‘মাদক’ দুটোতে ডুবে ছিলাম!
হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহান। বেশ সময় ধরে অভিনয়ে তিনি, তবে আলোচিত-সমালোচিত হন বিভিন্ন কাণ্ড ঘটিয়ে। এবারো এমনই এক ঘটনা ঘটালেন এই অভিনেত্রী!
যার ফলে তাকে সংশোধানাগারেও থাকতে হয়েছে। তার প্রতি অভিযোগ, মাতাল হয়ে গাড়ি চালিয়েছেন তিনি। তাছাড়া মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও ছিলেন কয়েক মাস। যার ফলে, এখন নিজেকে শুধরে নিয়েছেন বলে দাবি এ তারকার।
এদিকে সম্প্রতি তিনি যোগ দিয়েছেন এমটিভি চ্যানেলে। সেখানে নতুন শো নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী। তবে বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের অতীত জীবনের কিছু অংশ তুলে ধরেছেন তিনি।
সেখানে বলেছেন নিজের অতীত নিয়ে কিছুটা বিব্রত এই অভিনেত্রী! লোহান বলেন, আমি বিব্রত। কারণ আমি ভুল করেছিলাম কিছু বিষয়ে। যে সময়টায় আমি মাদকাসক্ত হয়ে পড়ি। যা আমার ক্যারিয়ারের সবচাইতে বাজে সময়।
তবে ওই সময় আমার বুঝার ভুল ছিল, আমি মনে করতাম এর চেয়ে সুখ আর কিছুতেই নেই।
যার ফলে, একটা সময় মাদক ও যৌনতায় অভ্যস্ত হয়ে পড়েছিলাম। মাদকে ডুবে থেকে যৌনতার মত অনাকাঙ্খিত কাজে নিজেকে ব্যস্ত রাখতাম। ফলপ্রসূতে, আমাকে এখান থেকে বের হতে অনেক কষ্ট হয়েছে।
মূলত এখান থেকে বেরিয়ে আসাটাও আমার জন্য কঠিন ও চ্যালেঞ্জের ছিল। কিন্তু আমি পেরেছি।