এনজেড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও চারাগাছ বিতরণ
অলস জীবন ত্যাগ করি স্বনির্ভর জীবন গড়ি শ্লোগানের মধ্যদিয়ে এনজেড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও চারাগাছ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার বেলা ১১টায় কাটিয়া বাজারস্থ এনজেড ফাউন্ডেশনের কার্যালয়ে এ ভ্যান গাড়ি বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যান গাড়ি বিতরণ করেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক হারুন অর রশিদ। এনজেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুর হোসেনের সভাপতিত্বে সমাজ সেবা অফিস কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, এনজেড ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শেখ হারুন উর রশিদ, সদস্য কাজী তাহের হোসেন, সৈয়দ মো: ছাইরুদ্দীন, বিল্লাল হোসেন, ডা: হাফিজুর রহমান খান, কর্মকর্তা ইব্রাহিম খান সহ উপকার ভোগী বৃন্দ। পরে উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।