ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়,খাজরায় ৮ম ও ১০শ্রেনির অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের এস.এম.সি সভাপতি প্রদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বাকী বিল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি শম্ভুজীত মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি নীলকণ্ঠ সোম,উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি.এম সাইদার রহমান,তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল,সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা,গোলাম কিবরীয়া, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন কুমার রাহা,কাকবশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃরুহুল আমিন,গদাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণময় সরকার,আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুনাহার কচি,সাংবাদিক অসীম বরন চক্রবর্ত্তী, চ্যানেল 9 এর জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী ও ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক মন্ডলী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক গনেশ চন্দ্র মন্ডল।